Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

গুরুত্বর্পূণ প্রকল্প সমূহঃ

ক্রমিক নং

প্রকল্পের নাম

বাস্তবায়ন এলাকা

প্রাপ্য সুবিধাদি

সেবা প্রদানকারী

০১।

অবশিষ্ট ১১ জেলায় নতুন যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্প।

নেত্রকোণা, মানিকগঞ্জ,গাজীপুর, রাজবাড়ী, জয়পুরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, মেহেরপুর, লক্ষীপুর ও চুয়াডাঙ্গা জেলা সদর।

১। গবাদিপশু, হাঁস-মুরগী পালন, মৎস্যচাষ ও কৃষি বিষয়ক আবাসিক প্রশিক্ষণ।

২। মাসিক ১২০০/- হারে প্রশিক্ষণ ভাতা প্রদান।

৩। বিনা মূল্যে মনোরম পরিবেশে থাকার সুবিধা।

৪। খেলাধূলার সুবিধা।

নেত্রকোণা, মানিকগঞ্জ,গাজীপুর, রাজবাড়ী, জয়পুরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, মেহেরপুর, লক্ষীপুর ও চুয়াডাঙ্গা জেলা সদর।

০২।

কমসংস্থান ও আত্মকমসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পযায়ে প্রশিক্ষণ কাযক্রম জোরদারকরণ প্রকল্প।

রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, নাটোর, পঞ্চগড় ব্যতীত ৫৭ টি জেলায় ৪৪২ টি উপজেলা।

১। স্থানীয় চাহিদার ভিত্তিতে ৩৪ টি ট্রেডে ০৭ দিন, ১৪ দিন ও ২১ দিন মেয়াদী অ-প্রাতিষ্ঠানিক/ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান।

২। যুবঋণ সুবিধা প্রদান।

৩। স্থানীয়ভাবে যুবদের নিজ নিজ এলাকায় প্রশিক্ষণ কোসের আয়োজন ।

উপজেলা যুব উন্নয়ন কমকতার কাযালয়।

০৩।

যুব উন্নয়ন অধিদপ্তর ও সেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কমসূচীভিত্তিক নেটওয়্যাকিং জোরদারকরণ।

৬৪ টি জেলা ও ৪৭৬ টি উপজেলা।

১। দেশের ৬৪ টি জেলা ও ৪৭৬ টি উপজেলায় ইন্টারনেট সুবিধা প্রদান।

২। ১০০০ টি যুব সংগঠনকে ০১ টি করে কম্পিউটার প্রদান।

৩। অনলাইনে ভতির আবেদনসহ ই-মেইল যোগাযোগ সুবিধা।

৫। এছাড়া ১০০০ টি যুব সংগঠনের সদস্যদের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ।

৬৪ টি জেলা  কাযালয় ও ৪৭৬ টি উপজেলা কাযালয়।