ক্রঃ নং |
সেবার নাম |
যুব পুরস্কারের নাম |
বিবরণ |
যে কাজের জন্য পুরস্কার দেয়া হয় |
বিস্তারিত তথ্য |
০১ |
যুব পুরস্কার |
জাতীয় যুব পুরস্কার |
প্রতিবছর ১৬ জন যুবকে এ পুরস্কার দেয়া হয়। |
যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ ও যুব ঋণ গ্রহণ করে আত্মকমসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন। |
মহাপরিচালক/পরিচালক/উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইট।
|
০২ |
কমনওয়েলথ্ যুব পুরস্কার |
সংশিষ্ট সংস্থা কতৃক জারীকৃত নিদেশনা মোতাবেক। |
যুব ও যুব সংগঠনকে যুব উন্নয়ন কমকান্ডে, আদিবাসি যুবদের উন্নয়ন মূলক কমকান্ডের জন্য এ পুরস্কার দেয়া হয়। |
||
০৩ |
সাক ইয়ুথ এ্যাওয়াড |
সংশিষ্ট সংস্থা কতৃক জারীকৃত নিদেশনা মোতাবেক। |
দক্ষিণ এশীয় অঞ্চলে যুবদের শৃজনশীল এবং উৎপাদনমুখী কাযক্রমে স্বীকৃতি স্বরুপ ১৯৭৭ সাল থেকে যুবদেরসাক ইয়ুথ এ্যাওয়াড প্রদান করা হয়। |
ক্রঃ নং |
সেবার বিবরণ |
প্রাপ্য সুবিধাদি |
সেবা গ্রহনকারী |
সেবা প্রাপ্তির শত |
সেবা প্রদানকারী |
সেবা প্রাপ্তির পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
০১। |
মৎস্যচাষ প্রশিক্ষণ কোস (মেয়াদ ০১ মাস) |
প্রশিক্ষণের সুবিধা (অনাবাসিক) আত্মকমসংস্থানের সুযোগ। |
বেকার যুবক ও যুব মহিলা |
১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনী পাশ। ৫০/- টাকা ভতি ফি দিতে হবে। নিধারিত তারিখে ভতি হতে হবে। |
উপ-পরিচালকের কাযালয় |
ভতির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ কতৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। |
৭-১০ দিন। |
০২। |
পোশাক তৈরী প্রশিক্ষণ (মেয়াদ ৩মাস ও ৬ মাস) |
ঐ |
ঐ |
১৮-৩৫ বছরের বেকার যুব মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনী ও এইচ.এস.সি পাশ। ৫০/- টাকা ভতি ফি দিতে হবে। নিধারিত তারিখে ভতি হতে হবে। |
ঐ |
ঐ |
৭-১০ দিন। |
০৩। |
কম্পিউটার বেসিক প্রশিক্ষণ (মেয়াদ ৬ মাস) |
ঐ |
ঐ |
১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পাশ। ১০০০/- টাকা ভতি ফি দিতে হবে। নিধারিত তারিখে ভতি হতে হবে। |
ঐ |
ভতির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ কতৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। |
৭-১০ দিন। |
০৪ |
ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ |
প্রশিক্ষণের সুবিধা (অনাবাসিক) আত্মকমসংস্থানের সুযোগ। |
বেকার যুবক ও যুব মহিলা |
১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শেনী পাশ। ৩০০/- টাকা ভতি ফি দিতে হবে। নিধারিত তারিখে ভতি হতে হবে। |
ঐ |
ঐ |
৭-১০ দিন। |
০৫। |
ইলেকট্রনিক্স প্রশিক্ষণ |
ঐ |
ঐ |
১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ। ৩০০/- টাকা ভতি ফি দিতে হবে। নিধারিত তারিখে ভতি হতে হবে। |
উপ-পরিচালকের কাযালয় |
ভতির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ কতৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। |
৭-১০ দিন। |
০৬ |
রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
ঐ |
৭-১০ দিন। |
ক্রঃ নং |
সেবার নাম |
ঋণের জন্য প্রশিক্ষণের ধরণ |
ঋণের পরিমান (জনপ্রতি) |
সাভিস চাজ |
কিস্তি পরিশোধের ধরণ ও সাভিস চাজ |
গ্রেস পিরিয়ড (অবকাশ কালীন সময়) |
পরিশোধের মেয়াদ |
জামানত |
ঋণের দফা |
ঋণ গ্রহণে খরচ |
ঋণ গ্রহনের সময়সীমা |
তথ্য সরবরাহে নিয়োজিত কমকতার পদবী ও টেলিফোন নম্বর। |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
০৮ |
০৯ |
১০ |
১১ |
১২ |
১৩ |
ক) |
প্রকল্প গ্রহণে ঋণ প্রদান |
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত |
সবোচ্চ ৭৫,০০০/- টাকা পযন্ত। |
১০% |
মাসিক |
৩ মাস |
০১ থেকে ০২ বৎসর (ট্রেড অনুয়ায়ী) |
জামিনদারের জমির মূল দলিল/দলিলের সাটিফাই কপি/হালনাগাদ পচা ও দাখিলা জমা নেয়া হয়। |
যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে সবোচ্চ ৩ দফা পযন্ত ঋণ প্রদান করা হয়। |
১। আবেদন ফরমের দাম ১০ টাকা ২। ঋণ চুক্তি পত্রের জন্য ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প। |
উপজেলা পযায়ে আবেদনপত্র দাখিল, যাচাই-বাছাই, জেলা কাযালয়ে প্রেরণ এবং জেলা ঋণ কমিটি কতৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস। |
উপজেলার ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কমকতা সংশ্লিষ্ট উপজেলা। জেলার ক্ষেত্রে উপ-পরিচালক ফোনঃ ০৯৫১-৬১৮৭১ |
খ) |
অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রাপ্ত |
সবোচ্চ ৪০,০০০/- টাকা পযন্ত। |
১০% |
মাসিক |
৩ মাস |
০১ থেকে ০২ বৎসর (ট্রেড অনুয়ায়ী) |
জামিনদারের জমির মূল দলিল/দলিলের সাটিফাই কপি/হালনাগাদ পচা ও দাখিলা জমা নেয়া হয়। |
যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে সবোচ্চ ৩ দফা পযন্ত ঋণ প্রদান করা হয়। |
১। আবেদন ফরমের দাম ১০ টাকা ২। ঋণ চুক্তি পত্রের জন্য ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প। |
আবেদনপত্র দাখিল, যাচাই-বাছাই, উপজেলা ঋণ কমিটি কতৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ মাস। |
উপজেলার ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কমকতা সংশ্লিষ্ট উপজেলা। জেলার ক্ষেত্রে উপ-পরিচালক ফোনঃ ০৯৫১-৬১৮৭১ |
যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক যুব কাযক্রম সমূহ বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারী যুব সংগঠন সমূহকে তালিকাভূক্তি করা হয়। তালিকাভূক্তির নিয়মঃ
ক্রঃ নং |
সেবার নাম |
তালিকাভূক্তির জন্য সংগঠনের ধরণ |
আবেদন ফরম প্রাপ্তির স্থান |
আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র |
তালিকাভূক্তির জন্য খরচ |
জেলা কাযালয় কতৃক তালিকাভূক্তি সম্পাদনের সময় |
তথ্য সরবরাহে নিয়োজিত কমকতার পদবী ও টেলিফোন নম্বর। |
০১। |
তালিকাভূক্তি |
যুব সংগঠন |
যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা কাযালয়ে। |
১। গঠনতন্ত্র অনুমোদনকারী সভার কাযবিবরণীর সত্যায়িত অনুলিপি এবং কাযনিবাহী কমিটি কতৃক অনুমোদিত কাযবিবরণীর সত্যায়িত অনুলিপি ৩ কপি। ২। কাযনিবাহী এবং সাধারণ পরিষদের সদস্য ও সদস্যদের নাম, পেশা, বতমান ও স্থায়ী ঠিকানা এবং স্বাক্ষরসহ নামের তালিকা ৩ কপি। ৩। ভাড়াবাড়ী ক) নিজস্ব সম্পত্তি হলে মূল দলিল এবং হাল নাগাদ খাজনা সত্যায়িত অনুলিপি। খ) ভাড়াবাড়ী হলে চুক্তিপত্রের ২কপি সত্যায়িত ফটোকপি। ৪। ব্যাংক হিসাবের সনদের সত্যায়িত অনুলিপি ৩ কপি। ৫। গঠনতন্ত্রের ফটোকপির সত্যায়িত অনুলিপি ৩ কপি। ৬। যুব সংগঠনের নিজস্ব প্যাডে পৃথক পৃথকভাবে বতমান ও ভবিষ্যৎ কাযক্রম। |
তালিকাভূক্তির জন্য কোন খরচ করতে হয় না। |
জেলা কাযালয়ে আবেদনপত্র প্রাপ্তির পর ১৫ কাযদিবসের মধ্যে তালিকাভূক্তি করা হয়। অসম্পন্ন/ ত্রুটিপূণ আবেদনপত্র উল্লেখিত সময়সীমার মধ্যেই ফেরত প্রদান করা হয়। |
উপজেলার ক্ষেত্রে উপজেলা যুব উন্নয়ন কমকতা সংশ্লিষ্ট উপজেলা। জেলার ক্ষেত্রে উপ-পরিচালক ফোনঃ ০৯৫১-৬১৮৭১ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS