ক্রমিক নং | প্রকল্পের নাম | বাস্তবায়ন এলাকা | প্রাপ্য সুবিধাদি | সেবা প্রদানকারী |
০১। | অবশিষ্ট ১১ জেলায় নতুন যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্প। | নেত্রকোণা, মানিকগঞ্জ,গাজীপুর, রাজবাড়ী, জয়পুরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, মেহেরপুর, লক্ষীপুর ও চুয়াডাঙ্গা জেলা সদর। | ১। গবাদিপশু, হাঁস-মুরগী পালন, মৎস্যচাষ ও কৃষি বিষয়ক আবাসিক প্রশিক্ষণ। ২। মাসিক ১২০০/- হারে প্রশিক্ষণ ভাতা প্রদান। ৩। বিনা মূল্যে মনোরম পরিবেশে থাকার সুবিধা। ৪। খেলাধূলার সুবিধা। | নেত্রকোণা, মানিকগঞ্জ,গাজীপুর, রাজবাড়ী, জয়পুরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, মেহেরপুর, লক্ষীপুর ও চুয়াডাঙ্গা জেলা সদর। |
০২। | কমসংস্থান ও আত্মকমসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পযায়ে প্রশিক্ষণ কাযক্রম জোরদারকরণ প্রকল্প। | রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, নাটোর, পঞ্চগড় ব্যতীত ৫৭ টি জেলায় ৪৪২ টি উপজেলা। | ১। স্থানীয় চাহিদার ভিত্তিতে ৩৪ টি ট্রেডে ০৭ দিন, ১৪ দিন ও ২১ দিন মেয়াদী অ-প্রাতিষ্ঠানিক/ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান। ২। যুবঋণ সুবিধা প্রদান। ৩। স্থানীয়ভাবে যুবদের নিজ নিজ এলাকায় প্রশিক্ষণ কোসের আয়োজন । | উপজেলা যুব উন্নয়ন কমকতার কাযালয়। |
০৩। | যুব উন্নয়ন অধিদপ্তর ও সেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কমসূচীভিত্তিক নেটওয়্যাকিং জোরদারকরণ। | ৬৪ টি জেলা ও ৪৭৬ টি উপজেলা। | ১। দেশের ৬৪ টি জেলা ও ৪৭৬ টি উপজেলায় ইন্টারনেট সুবিধা প্রদান। ২। ১০০০ টি যুব সংগঠনকে ০১ টি করে কম্পিউটার প্রদান। ৩। অনলাইনে ভতির আবেদনসহ ই-মেইল যোগাযোগ সুবিধা। ৫। এছাড়া ১০০০ টি যুব সংগঠনের সদস্যদের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ। | ৬৪ টি জেলা কাযালয় ও ৪৭৬ টি উপজেলা কাযালয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS