Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

প্রশিক্ষণ সংক্রান্ত সেবাঃ

ক্রঃ নং

সেবার বিবরণ

প্রাপ্য সুবিধাদি

সেবা গ্রহনকারী

সেবা প্রাপ্তির শত

সেবা প্রদানকারী

সেবা প্রাপ্তির পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

০১।

মৎস্যচাষ প্রশিক্ষণ কোস

(মেয়াদ ০১ মাস)

প্রশিক্ষণের সুবিধা (অনাবাসিক)

আত্মকমসংস্থানের সুযোগ।

উপস্থিতির ভিত্তিতে দৈনিক ১০০ (একশত) টাকা যাতায়াত ভাতা প্রদান করা হয়।

বেকার যুবক ও যুব মহিলা

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনী পাশ। ৫০/- টাকা ভতি ফি দিতে হবে। নিধারিত তারিখে ভতি হতে হবে।

উপ-পরিচালকের কাযালয়

ভতির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ কতৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

৭-১০ দিন।

০২।

পোশাক তৈরী  প্রশিক্ষণ

(মেয়াদ ৩ মাস ও ৬ মাস)

১৮-৩৫ বছরের বেকার যুব মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনী ও এইচ.এস.সি পাশ। ৫০/- টাকা ভতি ফি দিতে হবে। নিধারিত তারিখে ভতি হতে হবে।

৭-১০ দিন।

০৩।

কম্পিউটার বেসিক প্রশিক্ষণ

(মেয়াদ ৬ মাস)

প্রশিক্ষণের সুবিধা (অনাবাসিক)

আত্মকমসংস্থানের সুযোগ।

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পাশ। ১০০০/- টাকা ভতি ফি দিতে হবে। নিধারিত তারিখে ভতি হতে হবে।

ভতির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ কতৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

৭-১০ দিন।

০৪

ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

মেয়াদ ৬ মাস)

প্রশিক্ষণের সুবিধা (অনাবাসিক)

আত্মকমসংস্থানের সুযোগ।

বেকার যুবক ও যুব মহিলা

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শেনী পাশ। ৩০০/- টাকা ভতি ফি দিতে হবে। নিধারিত তারিখে ভতি হতে হবে।

৭-১০ দিন।

০৫।

ইলেকট্রনিক্স প্রশিক্ষণ

মেয়াদ ৬ মাস)

১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ। ৩০০/- টাকা ভতি ফি দিতে হবে। নিধারিত তারিখে ভতি হতে হবে।

উপপরিচালকের কাযালয়

ভতির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ কতৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।

৭-১০ দিন।

০৬।

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ

মেয়াদ ৬ মাস)

৭-১০ দিন।

০৭। যানবাহন পরিচালনা প্রশিক্ষণ
মেয়াদ ০১ মাস)

প্রশিক্ষণের সুবিধা (আবাসিক/অনাবাসিক)

আত্মকমসংস্থানের সুযোগ। জনপ্রতি ১৫০ (একশত পঞ্চাশ) টাকা বরাদ্দ।

             


২১-৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ। ১০০/- টাকা ভতি ফি দিতে
 হবে। নিধারিত তারিখে ভতি হতে হবে।



৭-১০ দিন।
০৮ গবাদিপশু,হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিকিৎসা, মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স।

প্রশিক্ষণের সুবিধা (অনাবাসিক)

আত্মকমসংস্থানের সুযোগ।খাবার বাবদ জনপ্রতি ১৫০ (একশত পঞ্চাশ) টাকা বরাদ্দ।

বেকার যুবক ও যুব মহিলা ১৮-৩৫ বছরের বেকার যুবক ও যুব মহিলা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনী পাশ। ১০০/- টাকা ভতি ফি ও জামানত ১০০/- দিতে হবে। নিধারিত তারিখে ভতি হতে হবে। উপপরিচালকের কাযালয় ভতির বিজ্ঞপ্তি অনুসারে যথাযথ কতৃপক্ষ বরাবরে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। ৭-১০ দিন।

বিশেষ প্রশিক্ষণ :

১।ফ্রিল্যানশিং এন্ড আউট সোর্সিং ।

§  মেয়াদ -১ মাস । বরাদ্ধ সাপেক্ষে বছরে এক বা দুটি ব্যাচ করানো হয়।

§  আসন সংখ্যা – ৩০ জন।

§  শিক্ষাগত যোগ্যতা – এইচ, এস, সি পাশ ও বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন করতে হবে।

§  কোর্স ফি – ৫০০ টাকা।

২।ব্লক-বাটিক ও গ্লাস প্রিন্টিং/ স্কিনপ্রিন্টিং প্রশিক্ষণ।

§  মেয়াদ -১ মাস । বরাদ্ধ সাপেক্ষে বছরে এক বা দুটি ব্যাচ করানো হয়।

§  আসন সংখ্যা – ২৫/৩০ জন।

§  শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাশ।

§  কোর্স ফি – ১০০ টাকা।

৩।বিউটি ফিকেশন এন্ড হেয়ার কাটিং কোর্স।

§  মেয়াদ -১ মাস । বরাদ্ধ সাপেক্ষে বছরে এক বা দুটি ব্যাচ করানো হয়।

§  আসন সংখ্যা – ২০/২৫ জন।

§  শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাশ।

§  কোর্স ফি – ১০০ টাকা।

৪। ইয়ুথ কিচেন (রান্না বিষয়ক) বিশেষ প্রশিক্ষণ।

§  মেয়াদ -১ মাস । বরাদ্ধ সাপেক্ষে বছরে এক বা দুটি ব্যাচ করানো হয়।

§  আসন সংখ্যা – ৩০ জন।

§  শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাশ।

§  কোর্স ফি – ১০০ টাকা।

৫। ক্যাটরিং বিষয়ক বিশেষ প্রশিক্ষণ।

§  মেয়াদ -১ মাস । বরাদ্ধ সাপেক্ষে বছরে এক বা দুটি ব্যাচ করানো হয়।

§  আসন সংখ্যা – ৩০ জন।

§  শিক্ষাগত যোগ্যতা – ৮ম শ্রেণী পাশ।

§  কোর্স ফি – ১০০ টাকা।

৬। গ্রামীণ যুবদের মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ

§  মেয়াদ -১ মাস । বরাদ্ধ সাপেক্ষে বছরে এক বা দুটি ব্যাচ করানো হয়।

§  আসন সংখ্যা – ৪০ জন।

§  শিক্ষাগত যোগ্যতা –যুবক-এইচ, এস, সি এবং যুব নারী-এস,এস,সি পাশ।

§  কোর্স ফি – নাই।

 

কর্মসংস্থান ও  আত্নকর্মসংস্থান সৃষ্টির  লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ  জোরদারকরণ র্শীর্ষক  প্রকল্প ।

§  ক) ৩৪টি ট্রেডে  - ৭ দিন, ১৪দিন, ও ২১ দিন মেয়াদি প্রশিক্ষণ ( অপ্রাতিষ্ঠানিক/ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান)

§  খ) যুব ঋণ  প্রদান সুবিধা

§  গ) আসন সংখ্যা – প্রতি ব্যাচে ৪০ জন।

§  শিক্ষাগত যোগ্যতা – ৫ম শ্রেণী পাস, এবং নিজ নিজ এলাকায় প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করা হয়।

§  কোর্স ফি – বিনামূল্যে  ।

 

ইনোভেটিভ ম্যানেজমেন্ট অব রিসোর্সেস ফর প্রভার্টি এলিভিয়েশন খ্রু কম্প্রিহেন্সিভ টেকনোলজি (ইমপ্যাক্ট)

 

ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামাঞ্চলের বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গরুর গোবর, মুরগির বিষ্টা ইত্যাদি বায়োগ্যাস প্লাট ব্যবহার করে বিকল্প জ্বালানী হিসেবে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করা। এর ফলে বিকল্প জ্বালানী পূরণ এবং উৎপাদিত গ্যাসের চাহিদা এবং উৎপাদিত গ্যাসের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন ও রান্নার কাজ সম্পাদন। একইভাবে বায়োগ্যাস প্লান্টের বর্জ সার হিসেবে সরবরাহ করত রাসায়নিক সারের ব্যবহার হ্রাস করার মাধ্যমে জমির উর্বরা শক্তি বৃদ্ধি করা।

 

নেত্রকোণায় প্রকল্পটি শুধুমাত্র বারহাট্টা  উপজেলায় ছিল। বর্তমানে ১০টি উপজেলায় চলমান রয়েছে।

 

 

উল্লেখিত প্রশিক্ষণ ও সেবাসমূহ গ্রহণে আগ্রহী নেত্রকোণাজেলার বেকার যুব/যুব মহিলা গন  যোগাযোগ করবেন:

উপপরিচালক
যুব উন্নয়ন অধিদপ্তর
সাকুয়া, নেত্রকোণা।
টেলিফোন; ০৯৫১ ৬১৮৭১