অফিস প্রধানের পদবীঃ উপপরিচালক
অফিস পরিচিতিঃ প্রতিশ্রুতিশীল, মেধাবী, সাহসী ও শৃজনশীল জনসংখ্যার এ বিরাট অংশকে উৎপাদনমূখী ও দক্ষ করে গড়ে তুলে উন্নয়নের মূল ধারায় সক্রিয় অংশগ্রহণ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলস কাজ করে চলেছে । দেশ গঠনে যুব সমাজের দায়িত্ববোধ জাগ্রত করা , গঠন মূলক মানসিকতা সৃষ্টি ও সুশৃংখল কর্মীবাহিনী হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তর শুরু থেকেই বিভিন্ন বাস্তবমূখীকর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে ।
১৯৭৮ সালে যুব মন্ত্রণালয় সৃষ্টি হয়। পরবর্তীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামকরণ করা হয়। ১৯৮১ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাযর্ক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়। সে ধারাবাহিকতায় নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তর, উপপরিচালকের কার্যালয় স্থাপন করা হয়।
অফিসের অবস্থানঃ বর্তমানে অফিসটি ০২ একর জমির উপর নিজস্ব ভবন,যুব উন্নয়ন অধিদপ্তর,সাকুয়া,নেত্রকোণা।
টেলিফোনঃ ০৯৫১-৬১৮৭১।
ই-মেইল ddnetrakona@dyd.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস